কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?
সম্প্রতি ফারিয়ার সাথে জুনায়েদের দীর্ঘ ছয় বছরের সম্পর্কের অবসান ঘটেছে। সময়টা তার জন্য খুবই কঠিন। কিছুতেই সে ভুলতে পারছে না ফারিয়ার সাথে কাটানো সুখস্মৃতিগুলোকে। ফারিয়া যেন তার জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যা-ই সে করতে যাচ্ছে, মনে পড়ে যাচ্ছে ফারিয়ার কথা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাকে খুবই যন্ত্রণা দিচ্ছে। প্রায় প্রতিদিনই মেমোরি ফিচারটি ফারিয়ার সাথে কাটানো পুরনো কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে তাকে। কিংবা ফারিয়া বিভিন্ন স্ট্যাটাস বা ছবি পোস্ট করছে, যা তার মনের জ্বালা আরো বাড়িয়ে দিচ্ছে। ফারিয়ার স্ট্যাটাসগুলো দেখলে মনেই হয় না সম্প্রতি তার বিচ্ছেদ ঘটেছে। ছবিগুলোতেও সে বরাবরের মতোই হাস্যোজ্জ্বল। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো ফারিয়ার ভাবমূর্তি খুবই সুখী একজন মানুষের মতো। আর এ বিষয়টি কিছুতেই মেনে নেয়া সম্ভব হচ্ছে না জুনায়েদের পক্ষে। সে যেখানে বিচ্ছেদের যন্ত্রণা সইতে না পেরে প্রতিটি সেকেন্ড নরকযন্ত্রণা ভোগ করছে, সেখানে ফারিয়া কীভাবে এতটা স্বাভাবিক রয়েছে! কেন ফারিয়াও তার মতো সমান কষ্ট পাচ্ছে না! এসব চিন্তা জুনায়েদের কষ্টকে আরো যেন উসকে দিচ্ছে। রাতের পর রাত সে এসবই ভ...