Post__02
== আমার দেখা স্বাধীন বাংলাদেশের চারটি রাজনৈতিক দল == ১ম কিস্তি ১. বাংলাদেশ আওয়ামীলীগ : ফ্যাসিস্ট এবং চরম ইসলাম বিদ্বেষী একটি রাজনৈতিক দল। এদের নেতৃবৃন্দের অহরহ ইসলামবিরোধি বক্তব্যে যার প্রমাণ পাওয়া যায়।এরা নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করলেও মূলত এদের মধ্যে গণতন্ত্রের তেমন কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়না। বাংলাদেশের ইতিহাসে এদের মতো বর্বর, মিথ্যাবাদী, সংকীর্ণমনা ও ধোঁকাবাজ প্রকৃতির রাজনৈতিক সংগঠন খুব কমই আছে। অর্থাৎ, অসভ্যতার মাপকাঠিতে অন্য দলগুলো আওয়ামীলীগের ধারেকাছেও নেই। তবে আওয়ামীলীগের রাজনৈতিক প্রজ্ঞা এবং কূটকৌশলের কাছে অন্য দলগুলো নিতান্তই শিশু ! . ২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি বাংলাদেশের জনগণের নিকট সবসময়ই তুমুল জনপ্রিয় ছিল। বিশেষ করে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারনেই বাংলাদেশের জনগণ আজো বিএনপি কে ভালোবাসে। জন্মলগ্ন থেকেই বিএনপি একটি উদার, ডানপন্থী ও ইসলামী আদর্শে বিশ্বাসী একটি দল। যার ফলে ৮৫% মুসলমানের এ বাংলাদেশে তাদের জনপ্রিয়তা তৈরী হতে সময় লাগেনি। দলটির বর্তমান চেয়ারপার্সন বেগম খা...