ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়

তোমার ইনবক্স জুড়ে সারাদিন যে মানুষটা বিচরণ করতো, তার কাছে একসময় তুমি খুব বিরক্তিকর হয়ে যাবে। যে তোমাকে সকাল-সন্ধ্যায় নিজ থেকেই টেক্সট করতো, হঠাৎ করেই তাকে সম্পূর্ণ নতুনরূপে দেখতে পাবে। তুমি খুব অবাক হয়ে দেখবে, ফেসবুকে থাকলেও সে এখন আর তোমাকে মেসেজ করছে না। তুমি নিজ থেকে ওকে টেক্সট করলেও রিপ্লাই পাবে ২/৩ ঘন্টা কিংবা তারও অনেক পরে। এমনকি না পাওয়াটাও অস্বাভাবিক নয়। অথচ, একসময় তোমার রিপ্লাই দিতে একটু দেরী হলেই সে আবারো মেসেজ করতো ! কিন্তু আজ সে কথা বলতে চায় না জেনেও বেহায়ার মতো তুমি মেসেজ করার পরে সে হয়তো একসময় রিপ্লাই করবে। তবে সেটা হবে খুবই সংক্ষিপ্ত ! মানে সে তোমাকে বুঝাতে চাইবে তুমি মেসেজ না করলেই সে খুশি ! কিন্তু যে তোমার সত্তার সাথে মিশে আছে, তাকে তো তুমি এতো সহজে ভুলে থাকতে পারবে না ! তুমি খুব করে চাইবে সে তোমাকে অল্প হলেও একটু সময় দিক ! কিন্তু তোমাকে দেয়ার মতো 'অল্প' সময়টুকুও তখন তার হবে না। তুমি হয়তো বুঝছো না তুমি ছাড়াও তার সময়গুলো খুব ভালো কাটছে ! কিন্তু তাকে ছাড়া যে তুমি কতটা অসহায়, সেটা সে বুঝার প্রয়োজনও মনে করবেনা ! ক্ষণে ক্ষণে তার কথা মনে পড়বে তোমার। নিজের অজান্তেই তার আইডিতে যেয়ে মেসেজবক্সে অনেকগুলো কথাও লিখে ফেলবে। কিন্তু 'সেন্ড' বাটন টা প্রেস করা হবে না। যতটুকু উচ্ছ্বাস নিয়ে মনের কথাগুলো লিখেছিলে, তার চেয়ে শতগুণ বেশি কষ্ট নিয়ে তা মুছে ফেলবে। কিন্তু ওই প্রান্তের মানুষটা অন্যদের সাথে ঠিকই কনভার্সেশন চালিয়ে যাচ্ছে। একসময় তার কাছে তুমিই ছিলে 'এক'। কিন্তু আজ তার অনেকগুলো 'এক' আছে। তোমার ইনবক্স জুড়ে একমাত্র তার বিচরণ থাকলেও আজ তার ইনবক্সে একটুখানি স্থানও তোমার হবেনা ! তুমি পাগলের মতো ওর পুরনো মেসেজগুলো বারবার পড়তে থাকবে কিন্তু অন্যপ্রান্তের মানুষটা হয়তো মেসেজ টাইপ করতে করতে দম ফেলার সুযোগও পাচ্ছে না। তার দেয়া মেসেজগুলো চুপিচুপি তোমার কানের কাছে এসে নিরব অট্টহাসিতে ফেটে পড়বে। তুমি যতই দূরে সরে যেতে চাইবে, তার স্মৃতিগুলো ততই উপহাস করবে তোমাকে ! তুমি না পারবে অতীতকে ভুলতে, না পারবে বর্তমান কে মেনে নিতে !

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা