সেলিব্রেটি তকমার আড়ালে

ফেসবুকে কিছু সেলিব্রেটি ভাই আছেন, যারা প্রায়ই মেয়েদেরকে নিয়ে নানান নসীহত মূলক স্ট্যাটাস দিয়ে থাকেন।
ইনাদের স্ট্যাটাসের বেশিরভাগ অংশ জুড়েই থাকে মেয়েদের শরীর, পোষাক আর সাজসজ্জার বর্ণনা ! মেয়েদের নসীহত করার ছলে ইনারা এতো নোংরাভাবে মেয়েদের শরীরের ভৌগলিক অবস্থার কথা তুলে ধরেন, যা পড়তে লজ্জায় মাথা নীচু হয়ে আসে ! তারপরে মেয়ের পোষাক নিয়ে ইনারা যে পরিমান গবেষনা করেন, এতো গবেষনা বোধ হয় পিএইচডি গবেষকগনও করেন না। আচ্চা ভাই, বুঝলাম, মেয়েটা তার শরীর দেখিয়ে রাস্তা দিয়ে হাঁটে। মেয়েটার পোষাকের অবস্থাও রুচিসম্মত নয়। আপনি যদি এতোই পরহেজগার যুবক হয়ে থাকেন, তাহলে দৃষ্টি নীচু করে চললেই তো পারেন। রাস্তায় চলাফেরার সময় মেয়েদের শরীর-পোষাকের নিখুঁত মাপ নিবেন, তারপর ফেসবুকে এসে এসব নিয়ে অশ্লীল ভাষায় সাহিত্য রচনা করবেন ! এতে করে হয়তো কিছু মেয়েদের কাছ থেকে "ভাইয়া, সব ছেলেরা যদি আপনার মতো হতো" টাইপ কমেন্ট পাবেন বাট সমাজ পরিবর্তন করতে পারবেন না।
আপনি একজন বাবা ? তাহলে আপনার মেয়েকে উপদেশ দিন।
আপনি একজন স্বামী ? তাহলে আপনার স্ত্রীকে উপদেশ দিন।
আপনি একজন ভাই ? তাহলে আপনার বোনকে উপদেশ দিন।
প্রয়োজনে শাসন করুন। তাহলে কি কাজ হয়না....???
কিন্তু ফেসবুকে মেয়েদের প্রতি লম্বা লম্বা উপদেশ দেওয়ার ছলে তাদের শারীরবৃত্তীয় বর্ণনা কিংবা পোষাক নিয়ে গবেষনা না করলেই ভালো হয়। আমিও চাইনা, আমার বোনের পোষাক নিয়ে অন্য ছেলে কথা বলুক। মেয়েদের চলাফেরা বা পোষাক আশাক নিয়ে কথা বলবে তার পরিবার। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মেয়েদের কে সংশোধন করা যাবে না..............
বরং এটা কিছু ছেলেদের অশ্লীল বিনোদনের খোরাকে পরিনত হয় 

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়