এসো হে বৈশাখ

এসো, হে বৈশাখ। এসো, এসো তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো, এসো আহ !! ‍কি সুন্দর গান, প্রাণটা জুড়িয়ে যায়। বিশাখা দেবীকে আসতে বলছি, বলছি বতসরের যত আবর্জনা আছে সব ধুয়ে মুছে দিতে। বিশাখা দেবীর পরিচয় সম্পর্কে জানা প্রয়োজন। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র হলো দক্ষ, আর দক্ষের কণ্যা হলো বিশাখা। বিশাখা দেবীর থেকেই বৈশাখ। আসুন, সবাই মিলে অসম্প্রদায়িকভাবে প্রার্থনা করি- এসো হে বৈশাখ, এসো, এসো

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়