যাদের সাথে দেখা দেয়া বৈধ

ইসলামী শরীয়ত মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে পারবে। _______________ মায়ের মতো ৫ জন _______________ ১. নিজের মা ২. দুধ মা ৩. আপন খালা ৪. আপন ফুফু ৫. শাশুড়ি __________________ বোনের মতো ৫ জন __________________ ১. আপন বোন ২. দুধ বোন ৩. দাদী ৪. নানী ৫. নাতনী ________________ মেয়ের মতো ৪ জন ________________ ১. নিজের মেয়ে ২. ভাইয়ের মেয়ে ৩. বোনের মেয়ে ৪. পুত্রবধু ------------------------------- তেমনিভাবে একজন মহিলার জন্যেও ১৪ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ। _______________ বাবার মতো ৫ জন : _______________ *১| নিজের বাবা* *২| দুধ বাবা* *৩| চাচা* *৪| মামা* *৫| শ্বশুর* _________________ ভাইয়ের মতো ৫ জন : _________________ *১| আপন ভাই* *২| দুধ ভাই* *৩| দাদা ভাই* *৪| নানা ভাই* *৫| নাতী* _______________ ছেলের মতো ৪জন : _______________ *১| নিজের ছেলে* *২| ভাইয়ের ছেলে* *৩|বোনের ছেলে* *৪| মেয়ের জামাতা*

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়