মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের সংস্কৃতি

মঙ্গলশোভাযাত্রায় যে মূর্তি ও মুখোশ (বাঘ, সিংহ, পেচাঁ) ব্যবহার করা হয় সেগুলো নাকি বাংলাদেশের ন্যাশনালিটি বহন করে এবং দেশীয় পশুর মুশোখ ও মূর্তি এনে দেশীয় পরিবেশ তৈরী করা হয়।কিন্তু যারা এই মঙ্গলশোভাযাত্রার আয়োজন করে তারা কি অর্থে আনে সেটাই বিষয়। মূলত মঙ্গলশোভাযাত্রায় যে পেচা, ইদুর, হনুমান, হাস, গাভী,ক্ষ্যাপা ষাঁড়, ঈগল, রাজহাস,সিংহ, বাঘ ময়ুর, মহিষ, সূর্য বহন করা হয় সেগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাসেরই অংশ। যেমন : ১) পেঁচা মঙ্গলের প্রতীক ও লক্ষ্মীর বাহন ২) ইঁদুর গণেশের বাহন, ৩) হাঁস স্বরসতীর বাহন, ৪) ঈগল বিষ্ণুর বাহন ৫) সিংহ ,বাঘ দুর্গার বাহন ৬) ময়ূর কার্তিকেয়ার বাহন ৭) মহিষ মৃত্যুর দেবীর বাহন ৮) সূর্য হচ্ছে সূর্য দেবতার প্রতীক ৯) ক্ষ্যাপা ষাঁড় শিবের বাহন তারমানে প্রমাণিতত হলো যে, মঙ্গল শোভাযাত্রা যে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান সেটাতে সন্দেহ করার কোনো অবকাশ ই নেই।

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়