মঙ্গল শব্দের অর্থ কি ?
প্রথমেই বলে নেই, ‘মঙ্গল’ শব্দটি
সাধারণ মানুষ দুই অর্থে নেয়-
১) ভালো শব্দ অর্থে
২) দিবস বা বার অর্থে
কিন্তু মঙ্গল শব্দটার আরো কিছু
ধর্মীয় অর্থ আছে। বিশেষ করে
‘মঙ্গল’ শব্দটি পুর্তিপূজকদের
কাছে এক দেবতা তথা
‘মঙ্গলদেবতা’র নাম। মঙ্গল হল
যৌনতা, যুদ্ধ এবং শক্তির দেবতা।
হিন্দু ধর্মে মঙ্গলশব্দটি
ওতপ্রোতভাবে জড়িত। যেমন-
মধ্যযুগে হিন্দুধর্মীয় আখ্যান
কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত।
বলা হয়ে থাকে, যে কাব্যে
দেবতার আরাধনা, মাহাত্ম্য-
কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও
মঙ্গল হয় এবং বিপরীতে হয়
অমঙ্গল; যে কাব্য মঙ্গলাধার, এমন
কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল
হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য
বলে। মঙ্গলকাব্য আবার তিন
শাখা- মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও
অন্নদামঙ্গল।
এছাড়া-
হিন্দুরা পূজার সময় যে পাত্র
ব্যবহার করে তাকে মঙ্গলঘট বলে।
বিশেষ পূজার জন্য যে প্রদীপ
ব্যবহার করে তাকে মঙ্গল প্রদীপ
বলে।
পূজার সময় মঙ্গলপ্রদীপ ঘুড়িয়ে
যে আলোর বিচ্চুরণ করা হয় তাকে
মঙ্গল আরতি বলে।
হিন্দু ধর্মে একটা পূজাই আছে
যার নাম মঙ্গলপূজা
হিন্দু বিয়ের প্রথম আচারের নাম
হচ্ছে মঙ্গলাচরণ
হিন্দুদের বিয়ের সময় সূর্য্যোদয়ের
আগে বর ও কন্যাকে চিড়ে ও দৈ
খাওয়ানো হয় তাকে দধিমঙ্গল
বলে
মঙ্গলশোভাযাত্রাও তেমনি
হিন্দুদের একটি ধর্মীয় যাত্রা।
বিশেষ করে জন্মাষ্টমীর সময়
হিন্দুরা মঙ্গলশোভাযাত্রা বের
করে এটা প্রায় সর্বত্রই দেখা
যায়। সে হিসেবে
মঙ্গলশোভাযাত্রা যে হিন্দু বা
মূর্তিপূজক বা প্যাগানাদের
একটি বিশেষ ধর্মীয় অনুসঙ্গ
তাতে কোন সন্দেহ নাই।
Comments
Post a Comment