Post__05

হুট করে একদিন আবিষ্কার করবা তোমার আশেপাশে কেউ নাই ... তুমি খুব করে চাচ্ছো কেউ একজন তোমার 'কথাগুলো' মনোযোগ দিয়ে শুনুক কিন্তু তুমি সেই কেউ একজনকে খুঁজে পাবে না !!
যে একটা মানুষ এত দিন তোমার কথা শুনে আসছে, সেই মানুষটাকেও তুমি আর তোমার পাশে খুঁজে পাবে না ... অথচ একটা সময় তুমি এই মানুষটার সাথে, তোমার 'আবেগ', 'সুখ-দুঃখ', 'হাসি-কান্না' শেয়ার করতে !!
তুমি খুব করে চাইবে তোমার কথাগুলোকে অন্তত কেউ একজন মূল্য দিক ... কেউ একজন তোমাকে বুঝুক ... কিন্তু এত দিনে তুমি বুঝে যাবে তোমার কথা শোনার মতো সময় কারো কাছে নাই ... প্রচন্ড ডিপ্রেশন তোমাকে আস্তে আস্তে গিলে খেয়ে ফেলতে শুরু করবে ... ঐ সময়টাতে কাউকে যে তুমি তোমার 'মনের অব্যক্ত কথাগুলো' বলে একটু 'হাল্কা' হবে তারও কোন সুযোগ থাকবে না !!

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়