যেই মানুষটা আজকে আপনাকে বার বার কল দিচ্ছে আর আপনি ৫মিনিট ও তার সাথে কথা বলছেন না একদিন আপনি তার এই বার বার কল দেওয়াই মিস করবেন। যেই মানুষটা আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য বার বার দেখা করতে বলে আর আপনি খুব যত্ম করে না করে দেন ঠিক একদিন আপনিও তার সাথে দেখা করার জন্য সময় এর প্রহর গুনবেন যেই মানুষটার অপচ্ছন্দের কাজগুলে তার মানা করার পর ও বার বার করেন একদিন যখন সেই বলার মানুষটাই চুপ হয়ে যাবে তখন নিজে থেকেই বলবেন সেগুলো আর করবেন না সময় থাকতে ভালোবাসার মানুষটাকে ভালোবাসুন

Comments

Popular posts from this blog

মঙ্গল শব্দের অর্থ কি ?

অ্যান্ড্রয়েড ফোনে এয়ারপ্লেন মোড সর্ম্পকে জানুন

এসো হে বৈশাখ

কেন বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ব্লক করা উচিত ?

মূল্যমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ মুদ্রা

জরুরী হেল্পলাইন সেবা

ভার্চুয়াল জীবনের গোধূলীবেলায়